ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুর পদ্মা হাসপাতালসহ তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ১৬ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন : নির্ধারিত সেবা মূল্যের চেয়ে রোগীদের কাছ থেকে বেশী দামে সেবা দেয়ার অপরাধে চাঁদপুর শহরের বিপনিবাগে পদ্মা হাসপাতাল ও বড় স্টেশনে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ার অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৫ জুন বুধবার  শহরের বিপনিবাগে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান পদ্মা হাসপাতাল কর্তৃপক্ষ নির্ধারিত সেবা মূল্যের চেয়ে রোগীদের কাছ থেকে বেশী দামে সেবা দেয়ার অপরাধে ১০ হাজার টাকা ও বড় স্টেশন এলাকায় মেয়াদোত্তীর্ণ সেভেন আপ বিক্রি ও সেটা ভোক্তা পান করার পরে অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পরিদর্শন করে সত্যতা পেলে বিসমিল্লাহ স্টোরকে ৪ হাজার টাকা এবং গাজী স্টোরকেও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ২ হাজার টাকাসহ সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।
এ সময় তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অভিযান পরিচালনায় সহায়তা করেন চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে কার্টন ফ্যাক্টরিতে আগুন,নিয়ন্ত্রণে ৮ইউনিট

চাঁদপুর পদ্মা হাসপাতালসহ তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ১৬ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:৩৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
মাসুদ হোসেন : নির্ধারিত সেবা মূল্যের চেয়ে রোগীদের কাছ থেকে বেশী দামে সেবা দেয়ার অপরাধে চাঁদপুর শহরের বিপনিবাগে পদ্মা হাসপাতাল ও বড় স্টেশনে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ার অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৫ জুন বুধবার  শহরের বিপনিবাগে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান পদ্মা হাসপাতাল কর্তৃপক্ষ নির্ধারিত সেবা মূল্যের চেয়ে রোগীদের কাছ থেকে বেশী দামে সেবা দেয়ার অপরাধে ১০ হাজার টাকা ও বড় স্টেশন এলাকায় মেয়াদোত্তীর্ণ সেভেন আপ বিক্রি ও সেটা ভোক্তা পান করার পরে অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পরিদর্শন করে সত্যতা পেলে বিসমিল্লাহ স্টোরকে ৪ হাজার টাকা এবং গাজী স্টোরকেও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ২ হাজার টাকাসহ সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।
এ সময় তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অভিযান পরিচালনায় সহায়তা করেন চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে।