মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে বিদেশি মদ ও গাঁজা নিয়ে কুমিল্লার মোঃ জাকির হোসেনকে (২০) আটক করেছে পুলিশ। সোমবার অভিযুক্ত ওই মাদক কারবারিকে পুলিশ চাঁদপুর আদালতে সোপর্দ করে।
সংশ্লিষ্ট থানা সূত্র জানায়, রোববার শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে উপ-পরিদর্শক জনি কান্তি দে ও সঙ্গীয় ফোর্স চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে অভিযান পরিচালনা করেন।
ওই সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা থ্রি হুইলারে পুলিশ তল্লাশি চালায় । এতে
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার উত্তর সতানন্দি গ্রামের আঃ খালেকের পুত্র মোঃ জাকির হোসেনকে ৫ বোতল বিদেশি মদ ও আধা কেজি গাঁজাসহ আটক করে।
পরে পুলিশ অভিযুক্ত জাকিরকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।