সজীব খান : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শিক্ষাবিদ আলহাজ্ব এম এম নুরুল হকের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় বিদ্যালয়ের মনজুরুল হক সোয়েব মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন পাটওয়ারি সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক আহসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন, আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারি, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সহধর্মিণী আলহাজ্ব মঞ্জরা বেগম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মঞ্জরুল হক সোয়েব, বার্ডের প্রতিষ্ঠাতা ড.কামাল হোসেন, মরহুমের পুত্রবধু, লেখিকা জাসমিন মুন্নী।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মঞ্জরা ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ মোস্তফা।