গাজী মোঃ ইমাম হাসান : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে ৫০ জন প্রতিবন্ধী হাফেজদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল আয়োজন করেছে চাঁদপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক।
১৫ আগস্ট সোমবার দুপুর ১২ টায় চাঁদপুর পুলিশ লাইনস এ খাবার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ডাঃ আফসানা শর্মী।
তিনি তার বক্তব্যে বলেন, পুনাক সবসময় ব্যতিক্রম কিছু করার চেষ্টা করে থাকে। আজকের দিনটি স্মরণীয় করে রাখার জন্যই আমরা চেষ্টা করেছি। প্রতিবন্ধী কোরআনের হাফেজদের পাশে থাকতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আগামীদিনে আপনাদেরকে নিয়ে আরোও কিছু অনুষ্ঠান করা হবে।
চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সাধারণ সম্পাদিকা শাহিনা বেগম, সহ-সভানেত্রী পূজা দাস, চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ, আরআই আবদুল মতিন, সদস্য সোনিয়া বেগম ও পিউকা বড়ুয়া, পুনাক উপাধ্যক্ষ রাখি মজুমদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পুনাক অধ্যক্ষ শিপ্রা মজুমদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন হাফেজ মোঃ ইব্রাহিম খলিল।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন হাফেজ মোঃ সিরাজুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এসআই জয়নাল আবেদীন।