স্টাফ রিপোর্টার : চাঁদপুরে সাংগঠনিক কাজে একদিনের সফরে এসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন ও অন্যান্য নেতৃবৃন্দ।
সোমবার (২৯ আগস্ট) সকালে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে তারা সড়ক পথে রওনা দেন।
সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ন-দপ্তর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য আবুল হাসান আহমেদ জুয়েল, জাতীয় মুক্তিযোদ্ধ প্রজন্ম পার্টির কেন্দ্রীয় সদস্য উজ্জ্বল চাকমা।
নেতৃবৃন্দগন দৈনিক শপথ পত্রিকা অফিসে আসেন। দৈনিক শপথ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাদের পলাশ তাদের আগমন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর চাঁদপুরের বিভিন্ন স্থানীয় নেতাদের সাথে সাক্ষাৎ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ডিবিসি নিউজ চ্যানেলের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, দৈনিক ইলশেপাড় পত্রিকার বার্তা সম্পাদক এসএম সোহেল, দৈনিক শপথ সিনিয়র স্টাফ রিপোর্টার এইচ এম নিজাম, স্টাফ রিপোর্টার রহমান রুবেল।
পরে তারা ফরিদগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির বিভিন্ন ইউনিটের নেতাদের সাথে কুশল বিনিময় করেন।