স্বপন কর্মকার মিঠুন : শাহরাস্তি উপজেলা পর্যায় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে শোরসাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ঘোষণা হয়েছে। শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষা পদক ২০২২ বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন রশিদ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান ভুঁইয়ার যৌথ স্বাক্ষরে গত ১১ সেপ্টেম্বর/২০২২ তারিখে ওই শ্রেষ্ঠ বিদ্যালয়ের নাম ঘোষণা দেওয়া হয়।
এছাড়া একই তারিখে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, শিক্ষিকা, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এস,এম,সি, শ্রেষ্ঠ ক্যাব শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার নামের তালিকা ঘোষণা দেওয়া হয়।
গত মঙ্গলবার বৈরি আবহাওয়া আর ভারি বৃষ্টি উপেক্ষা করে হঠাৎ আমাদের প্রতিবেদক ওই বিদ্যালয়ে উপস্থিতি হন। বৈরি আবহাওয়া উপেক্ষা করে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি দেখা গেছে আশানুরূপ ।
চলমান বৈরি আবহাওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের আশানুরূপ উপস্থিতি কি ভাবে সম্ভব হলো, এ ব্যাপারে প্রধান শিক্ষকা ও সহকারি শিক্ষকদের সঙ্গে কথা হলে তারা জানান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সদিচ্ছা আর আন্তরিকতাই যথেষ্ট। এছাড়া পিতা-মাতার কাছে সন্তান যেমন নিরাপদ তেমনিভাবে এই বিদ্যালয়ে পিতা-মাতার আঁচলের নীচে থেকে সন্তানরা (শিক্ষার্থীরা) নিরাপদে পাঠ গ্রহন করে আসছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক মন্ডলি, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিশাল সেতুবন্ধনেই বিদ্যালয়ের পরিবেশসহ শিক্ষা কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সক্ষমতা অর্জন করায় আজকে প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠত্ব লাভকরে।
বিদ্যালয়টির কার্যক্রম অনুসরণ অনুকরণ করে আসলে এক সময়ে উপজেলার প্রতিটি বিদ্যালয় শ্রেষ্ঠত্ব লাভ করা সম্ভব হতে পারে।
কথা হলো উপজেলা পর্যায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠন শোরসাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আক্তারের সঙ্গে কথা হলে তিনি বলেন শ্রেষ্ঠত্ব হলো সর্বশ্রেষ্ঠর দিকে এগিয়ে যাওয়া। কথায় আছে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার শেষ নেই। আসলে শ্রেষ্ঠত্বের মাঝে নতুন অনুভূতি, নতুনত্ব কাজ আর স্বপ্নের বীজ লুকায়িত।
শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে আজ এই বিদ্যালয়ের শ্রেষ্ঠত্বর দৌড় গোড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছে। প্রধান শিক্ষিকা নাজমা আক্তার মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানানিয়ে দোয়া কামনা করেন।