মাসুদ হোসেন : বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক হাজীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৪ সেপ্টেম্বর) মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে হাজীগঞ্জ বাজারের কলেজ রোড এলাকায় গোল্ডেন মেডিসিন কর্ণারকে ৫ হাজার টাকা, নূর ফার্মেসিকে ৪ হাজার টাকা, স্কয়ার ফার্মেসিকে ৫ হাজার টাকা ও মা ডেন্টাল কেয়ারকে ৫ হাজার টাকা সহ ৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।
হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সকল পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয় এবং ভোক্তার অধিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করে ভোক্তাদেরকে সচেতন করা হয়েছে।