মতলব উত্তর ব্যুরো : আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে (ওয়ার্ড নং ০৫) মতলব উত্তর উপজেলা থেকে সদস্য পদে নির্বাচনে অংশগ্রহন করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মো. আলাউদ্দিন সরকার মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ফৈলাকান্দি গ্রামের সরকার বাড়ির কৃতি সন্তান। ১৯৭১সালে সবুজের অরণ্য খ্যাত ফৈলাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালে কৃতিত্বের সাথে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯১ সালে ঢাকার তিতুমীর কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন, ১৯৯৬ সালে ঢাকা কলেজ থেকে মাষ্টার্স সম্পন্ন করেন।
মো. আলাউদ্দিন সরকার ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবহারকারি ফেডারেশনের সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি প্রথম শ্রেণির ঠিকাদার।
কৃষক বান্ধব মেহনতী মানুষের অগ্রজ সৈনিক প্রতিনিয়ত রয়েছেন মানুষের সেবায় সর্বদা নিয়োজিত। মতলব উত্তর উপজেলার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের জন্য অন্তরালে মুখ্য ভূমিকা পালন করেছেন তারুণ্যের প্রতিচ্ছবি আস্থার স্থল প্রিয় এই গুণীজন। কখনো আঘাত নয় ভালোবাসা বিলিয়ে জায়গা করে নিয়েছেন জনসাধারণের অন্তরে অন্তরে।
মো. আলাউদ্দিন সরকার জানান, আমি জনগণের প্রত্যাশা অনুযায়ী নিজ এলাকা ছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামের জনগণের সেবা করার চেষ্টা করছি। আমি জনগণের সেবক হিসেবে থাকতে চাই। মানুষের কল্যাণে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে চাই। সেজন্যই জেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলা থেকে সদস্য পদে নির্বাচন করতে চাই। আমি সবার সহযোগিতা ও দোয়া চাই। মতলব উত্তর উপজেলার সকল জনপ্রতিনিধিনের আকুণ্ঠ সমর্থন চাই। আমি নির্বাচিত হলে দল ও মতের উর্ধ্বে থেকে কাজ করবো।আরো খোঁজ নিয়ে জানযায়, মো. আলাউদ্দিন সরকার সর্বস্তরের জনগণের জন্য নিবেদিত ভাবে কাজ করে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। অসহায় নিপীড়িত মানুষের পাশে থেকে তাদের সহায়তা করেছেন। এজন্য তিনি এখন জেলা পরিষদে সদস্য পদে নির্বাচন করে মতলব উত্তর উপজেলার জনগনের সেবক হতে চান।
তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ ১৭ অক্টোবর।