মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ ৩৫টি ইয়াবা ট্যাবলেটসহ রোকন সরকার প্রকাশ বাবু (৫১) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
১৭ সেপ্টেম্বর রাতে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ এর সার্বিক তত্ত্বাবধানে ও তদারকীতে উপ-পরিদর্শক মোঃ হারুনুর রশিদ সঙ্গীয ফোসহ উপজেলার বাগানবাড়ী ইউপির ৩নং ওয়ার্ডস্থ রায়েরকান্দি সহিদ উল্লাহ এর চা দোকানের সামনে পাকা রাস্তার উপর মাদক কারবারি রোকন সরকার প্রকাশ বাবুকে ৩৫টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রোকন সরকার প্রকাশ বাবু রায়েরকান্দি গ্রামের মৃত মোজাজ্জল হোসেন সরকারের ছেলে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, গ্রেফতারকৃত রোকন সরকার প্রকাশ বাবুর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে ১৮ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।