মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়ায় বিপুল পরিমান গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।
গত শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর গ্রামের আবুল কালামের বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে সাদ্দাম হোসেন (২৭)কে ৯ বোতল হুইস্কি, ১০ বোতল ভদকা, ১০ বোতল পেনসিডিল ও ৫ কেজি বিপুল পরিমান মাদক সহ আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগতপুর গ্রামে অভিযান চালিয়ে দেশি-বিদেশী মাদকসহ তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহীম খলিল।