এস এম ইকবাল : ফরিদগঞ্জে খেলার চলে পানিতে পড়ে দুই বছর বয়সী তানভীর হোসেনের মৃত্যু হয়েছে।
১ অক্টোবর শনিবার সকালে উপজেলার চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে তানভীর হোসেন(২) খেলার চলে সকলের অগোচরে বাড়ির পুকুরে পড়ে মৃত্যু হয়।
শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এস.আই মো. সেলিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিয়ে আসেন।
মৃত তানভীরের বাবা জসিম উদ্দিন জানান, প্রতিদিনের ন্যায় তানভীর সকালে বাড়ির উঠনে খেলাধুলা করছিল। এবং তার মা রান্নার কাজে ব্যস্থ ছিল।
এ সুযোগে তানভির খেলার চলে পানিতে পড়ে যায়। সাড়া শব্দ না পেয়ে তানভিরের খোঁজাখুঁজি করতে থাকে। পরে তার মায়ের ডাক চিৎকারে বাড়ির লোকজন সহ পুকুরে খোঁজ করে এবং পায়ের সাথে ধাক্কা লাগে, পরে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।