সাঈদ হোসেন অপু চৌধুরী : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ (৭ অক্টোবর) বৃহস্পতিবার মধ্যরাত থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন চাঁদপুর জেলার মেঘনায় ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আজ ৭ অক্টোবর মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, মজুদ ও ক্রয়-বিক্রয় সম্পন্ন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এদিকে চাঁদপুর জেলার ৪৪ হাজার জেলে মধ্যরাত থেকে বেকার হয়ে পড়বে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞার সময়ে কোনো জেলে নদীতে নামতে পারবে না। প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে ইলিশের ডিম ছাড়ার সময়।
এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতিবছরের ন্যায় এ বছরও ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
আইন অমান্যকারীকে মৎস্য আইনে সাজা প্রদান করা হবে।
মতলবের মেঘনা পাড়ের জেলেরা জানান, নিষিদ্ধ সময়ে সরকারের পক্ষ থেকে চাল সহায়তা পান তারা। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জেলেদের দাবি। এ সহযোগিতা যেন বাড়ানো হয়।
চাঁদপুর জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, চাঁদপুরে ৪৪ হাজার জেলে রয়েছে। এসব জেলের জন্য সরকার ২৫ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে।
মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম জানান, আমার উপজেলায় ৮ হাজার ২১৭ জন জেলে রয়েছে। সরকারিভাবে সব সহযোগিতাই দেওয়া হচ্ছে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান জানান, মা ইলিশ রক্ষায় নদীর তীরবর্তী এলাকায় চেয়ারম্যান-মেম্বারসহ স্থানীয় জনপ্রতিনিধিদের এ বিষয়ে আন্তরিক সহযোগিতা জরুরি। ইলিশ রক্ষায় নিষিদ্ধ সময়ে কোনো জেলেকে নদীতে নামতে দেয়া হবে না। এই নিষেধাজ্ঞা কেউ ভঙ্গ করলে এক থেকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।