মতলব উত্তর ব্যুরো : ‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মতলব উত্তরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান জুবায়ের আজীম পাঠান স্বপন, বাগানবাড়ী ইউপি সচিব গোলাম মহিউদ্দিন সোহেল, এখলাছপুর ইউপি সচিব মানিক মিয়া, মতলব উত্তর উপজেলা উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক এআই গাউছ প্রমুখ।