ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মতলব উত্তরে ইত্তেফাদুল ওলামা’র উদ্যোগে সীরাতুন্নাবী (সা.) মাহফিল

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলায় ইত্তেফাদুল ওলামা’র উদ্যোগে সীরাতুন্নাবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর শুক্রবার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বয়ান রাখেন, জামিয়া তালিমীয়া মাদরাসা, ঢাকার মুহতামিম মাওলানা হাফীজুর রহমান ছিদ্দিকী।

Model Hospital

মাওলানা হাফীজুর রহমান ছিদ্দিকী বলেন, মহানবী হজরত মুহম্মাদ (সা.) ছিলেন সব শ্রেণী-পেশার মানুষের জন্য এক অনুপম আদর্শ। তিনি ছিলেন শিশুর আদর্শ, যুবকের আদর্শ, সৈনিকের আদর্শ, সেনাপতির আদর্শ, স্বামীর আদর্শ, পিতার আদর্শ, নানার আদর্শ, ব্যবসায়ীর আদর্শ, শিক্ষকের আদর্শ ও রাষ্ট্রনায়কের আদর্শ। পৃথিবীর অন্যকোনো মহামানবের ভেতরে এমন অপুর্ব দৃষ্টান্ত পাওয়া যাবে না, যার সমাহার ও সংমিশ্রণ শুধু এই মহামানবের জীনাদর্শেই বিদ্যমান। তাঁর অনুসরণ-অনুকরণ করার মধ্যে মানব জীবনের ঐকান্তিক সফলতা নিহিত।

মুফতী বশির আহম্মেদ এর সভাপতিত্বে ও মাওলানা আতাউল্লাহ মহসিনের সঞ্চালনায় বিশেষ বক্তার বয়ান করেন, পীরজাদা মাওলানা রফিকুল ইসলাম, মতলব উত্তর ইত্তেফাদুল ওলামা’র সভাপতি মুফতী মামুনূর রশীদ।

এছাড়াও বয়ান করেন, মুফতী ফয়েজ উল্লাহ হানিফ, মুফতী জয়নুল আবেদীন, মুফতী সোলাইমান, ক্বারী মাইনুদ্দীন খান ইসলামাবাদী, মাওলানা এমদাদুল হক মানিক, মাওলানা আবু সালেহ প্রমুখ।

ট্যাগস :

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচিত হলেন মোস্তফা মজুমদার সুমন

মতলব উত্তরে ইত্তেফাদুল ওলামা’র উদ্যোগে সীরাতুন্নাবী (সা.) মাহফিল

আপডেট সময় : ০৪:৩২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলায় ইত্তেফাদুল ওলামা’র উদ্যোগে সীরাতুন্নাবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর শুক্রবার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বয়ান রাখেন, জামিয়া তালিমীয়া মাদরাসা, ঢাকার মুহতামিম মাওলানা হাফীজুর রহমান ছিদ্দিকী।

Model Hospital

মাওলানা হাফীজুর রহমান ছিদ্দিকী বলেন, মহানবী হজরত মুহম্মাদ (সা.) ছিলেন সব শ্রেণী-পেশার মানুষের জন্য এক অনুপম আদর্শ। তিনি ছিলেন শিশুর আদর্শ, যুবকের আদর্শ, সৈনিকের আদর্শ, সেনাপতির আদর্শ, স্বামীর আদর্শ, পিতার আদর্শ, নানার আদর্শ, ব্যবসায়ীর আদর্শ, শিক্ষকের আদর্শ ও রাষ্ট্রনায়কের আদর্শ। পৃথিবীর অন্যকোনো মহামানবের ভেতরে এমন অপুর্ব দৃষ্টান্ত পাওয়া যাবে না, যার সমাহার ও সংমিশ্রণ শুধু এই মহামানবের জীনাদর্শেই বিদ্যমান। তাঁর অনুসরণ-অনুকরণ করার মধ্যে মানব জীবনের ঐকান্তিক সফলতা নিহিত।

মুফতী বশির আহম্মেদ এর সভাপতিত্বে ও মাওলানা আতাউল্লাহ মহসিনের সঞ্চালনায় বিশেষ বক্তার বয়ান করেন, পীরজাদা মাওলানা রফিকুল ইসলাম, মতলব উত্তর ইত্তেফাদুল ওলামা’র সভাপতি মুফতী মামুনূর রশীদ।

এছাড়াও বয়ান করেন, মুফতী ফয়েজ উল্লাহ হানিফ, মুফতী জয়নুল আবেদীন, মুফতী সোলাইমান, ক্বারী মাইনুদ্দীন খান ইসলামাবাদী, মাওলানা এমদাদুল হক মানিক, মাওলানা আবু সালেহ প্রমুখ।