সজীব খান : বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির উদ্যোগে ইট প্রস্তুত ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন (সংশোধন) আইন ২০১৯ বর্ণিত জিকজ্যাগ ইটভাটার ছাড়পত্র, লাইসেন্সপ্রাপ্তি, বর্তমানে কয়লা সংকট সমাধানের জন্য মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক কামরুল হাসানের কাছে স্মারকলিপি প্রদান করেন।
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির মতলব উত্তর উপজেলার সভাপতি বীরমুক্তিযুদ্ধা এমএ কুদ্দুছের সভাপতিত্বে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি শেখ মনির হোসেন বাবুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির চাঁদপুর জেলা শাখার নেতা ফারুক হোসেন মিয়াজী, তৌহিদুল ইসলাম খোকা, মোঃ আলা উদ্দিন সরকার, জাফরিন চৌধুরী, নাজিম চৌধুরী, মফিজ খান, বাবুল হোসেন, রাজিব চৌধুরী, নাছির উদ্দিন মৃধা,কামরুল ইসলাম, শাজাহান পাটওয়ারী, মিজানুর রহমান খান, আফজাল খান আফজাল, মোঃ মোঃ আবু ইউসুফ পাটওয়ারী, মোঃ শাহাদাৎ হোসেন, শামসুল হুদা, মান্নান খান বাচ্চু, ফারভিন আক্তার, মোঃ হান্নান শেখ, হাবুবুর রহমান সুমন, মসিউর রহমান টিটু, কেশু মজুমদার,খোরশেদ আলম, এ কে এম শরিফুল্লা সরকার, জাহান উল্লাহ ভূইয়াসহ জেলায় ১শত ৭টি ব্রিকফিল্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।