মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে গাঁজা সেবনে অভিযুক্ত এক চা দোকানিকে ভ্রাম্যমান আদালতে ২ হাজার টাকা নগদ, চার মাসের বিনা শ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে শাহরাস্তি পৌরশহরের ৯ নং ওয়ার্ডের চিকুটিয়া ব্রিজের উত্তরপাড়ে মসজিদ সংলগ্ন চা দোকান থেকে অভিযুক্তকে আটক করে এ দন্ড দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সেখানে অভিযান চালায়। ওই গ্রামের ভূইয়া বাড়ির আফাজ উদ্দিন ভূঁইয়ার পুত্র পেয়ার আহমেদকে তার চা দোকানে (৫১) গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়।
পরে তার স্বীকারোক্তি মতে শাহরাস্তি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত পেয়ারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ হাজার টাকা অর্থদণ্ড ও ০৪(চার) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অত্র মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্ৰণ অধিদপ্তর চাঁদপুরের একটি টীম ও সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।