ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

আশিকাটিতে শুরু হতে যাচ্ছে চাচা স্পোর্টিং ক্লাবের এলইডি কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার সংলগ্ন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের পাশে বটতলা বালুর মাঠে প্রতি বছরের ন্যায় এবারো শুরু হতে যাচ্ছে চাচা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত এলইডি কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৩।
টুর্নামেন্ট কর্তৃপক্ষের নিয়মঅনুযায়ী উক্ত টুর্নামেন্টে প্রতি দলের খেলোয়াড়ের সংখ্যা ৫ জন ও অতিরিক্ত থাকবে ২ জন। প্রত্যেক দলকে নিজস্ব জার্সি ও একটি বল নিয়ে মাঠে নামতে হবে। প্রতি হলুদ কার্ডে ১০০ টাকা ও লাল কার্ডের জন্য ৩০০ টাকা জরিমানা করা হবে।
এক দলের খেলোয়াড় অন্য দলে খেলতে পারবে না। নূতন খেলোয়ার খেলতে হলে তার জন্য ২০০ টাকা জমা দিতে হবে। প্রতি দলকে মাঠ ফি দিতে হবে ১০০ টাকা। কমিটির নিজস্ব কোন দল থাকবে না। খেলা চলাকালীন রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে।
ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা সিরিজ হিসেবে থাকবে আকর্ষণীয় পুরষ্কার। এছাড়াও কমিটির আরো সিদ্ধান্ত বহাল থাকবে।
টুর্নামেন্টে দল প্রতি শুভেচ্ছা ফি ধার্য্য করা হয়েছে ১ হাজার দুই শত টাকা। আর শুভেচ্ছা ফি জমা দেয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২২ইং, রোজ শনিবার। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ জুয়েল মিজি ফুটবল প্রেমিদের উক্ত খেলায় অংশগ্রহণে সাদর আমন্ত্রণ জানান। প্রয়োজনে- ০১৮১৩-০৭১৮১২, ০১৮১৮-৭৬২৩৭১ (জুয়েল মিজি)। যোগাযোগঃ মো. কামাল হোসেন (০১৮৩৩-২৪০৬৯০)। উক্ত টুর্নামেন্টে সার্বুক সহযোগিতায় থাকবেন- বাপ্পী মিজি, সিয়াম মিজি, হাসিবুল ইসলাম, শ্রাবন মিজি ও হাসান মিজি।
উল্লেখ্য, উক্ত চাচা স্পোর্টিং ক্লাব কর্তৃক মিনি ফুটবল টুর্নামেন্ট সফলতার ৭ বছর পেরিয়ে ৮ বছরের মতো শুরু হতে যাচ্ছে। বিঃ দ্রঃ চ্যাম্পিয়ন ও রানা আপ উভয় দলকেই দেয়া হবে এল ই ডি টিভি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুলের শ্রেণিকক্ষে ‘আপত্তিকর’ অবস্থায় ছাত্রীসহ প্রধান শিক্ষক আটক

আশিকাটিতে শুরু হতে যাচ্ছে চাচা স্পোর্টিং ক্লাবের এলইডি কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট

আপডেট সময় : ০২:৫৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার সংলগ্ন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের পাশে বটতলা বালুর মাঠে প্রতি বছরের ন্যায় এবারো শুরু হতে যাচ্ছে চাচা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত এলইডি কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৩।
টুর্নামেন্ট কর্তৃপক্ষের নিয়মঅনুযায়ী উক্ত টুর্নামেন্টে প্রতি দলের খেলোয়াড়ের সংখ্যা ৫ জন ও অতিরিক্ত থাকবে ২ জন। প্রত্যেক দলকে নিজস্ব জার্সি ও একটি বল নিয়ে মাঠে নামতে হবে। প্রতি হলুদ কার্ডে ১০০ টাকা ও লাল কার্ডের জন্য ৩০০ টাকা জরিমানা করা হবে।
এক দলের খেলোয়াড় অন্য দলে খেলতে পারবে না। নূতন খেলোয়ার খেলতে হলে তার জন্য ২০০ টাকা জমা দিতে হবে। প্রতি দলকে মাঠ ফি দিতে হবে ১০০ টাকা। কমিটির নিজস্ব কোন দল থাকবে না। খেলা চলাকালীন রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে।
ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা সিরিজ হিসেবে থাকবে আকর্ষণীয় পুরষ্কার। এছাড়াও কমিটির আরো সিদ্ধান্ত বহাল থাকবে।
টুর্নামেন্টে দল প্রতি শুভেচ্ছা ফি ধার্য্য করা হয়েছে ১ হাজার দুই শত টাকা। আর শুভেচ্ছা ফি জমা দেয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২২ইং, রোজ শনিবার। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ জুয়েল মিজি ফুটবল প্রেমিদের উক্ত খেলায় অংশগ্রহণে সাদর আমন্ত্রণ জানান। প্রয়োজনে- ০১৮১৩-০৭১৮১২, ০১৮১৮-৭৬২৩৭১ (জুয়েল মিজি)। যোগাযোগঃ মো. কামাল হোসেন (০১৮৩৩-২৪০৬৯০)। উক্ত টুর্নামেন্টে সার্বুক সহযোগিতায় থাকবেন- বাপ্পী মিজি, সিয়াম মিজি, হাসিবুল ইসলাম, শ্রাবন মিজি ও হাসান মিজি।
উল্লেখ্য, উক্ত চাচা স্পোর্টিং ক্লাব কর্তৃক মিনি ফুটবল টুর্নামেন্ট সফলতার ৭ বছর পেরিয়ে ৮ বছরের মতো শুরু হতে যাচ্ছে। বিঃ দ্রঃ চ্যাম্পিয়ন ও রানা আপ উভয় দলকেই দেয়া হবে এল ই ডি টিভি।