সজীব খান: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহাতলী উচ্চ বিদ্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত জাতীয় পাঠ্য পুস্তুক (বই উৎসব) অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে সহকারী শিক্ষক মো. আলাউদ্দিন আল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য আব্দুস সামাদ মাস্টার, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোহচানা আক্তার, জসীম উদ্দীন পাটওয়ারী, মো. আলী জিন্নাহ, মোসাম্মৎ রোকেয়া বেগম, বিশ্বজিৎ চক্রবর্তী, কাকন চক্রবর্তী, ইবনে মাসুদ, সুমন কুমার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেওলায়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত হোসেন।