মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে ৭নং পূর্বচর কৃষ্ণপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাছেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় এ শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী।
এসময় তিনি বলেন, শিক্ষার মানউন্নয়নে এ শেখ ডিজিটাল ল্যাব গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদেরকে সু শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।শিক্ষকরাই প্রতিটি শিক্ষার্থীদের অভিভাবক। তাই শিক্ষার্থীদের সঠিক ভাবে পাঠদান করে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, উপজেলা প্রেসক্লাব হাইমচর এর আহ্বায়ক ফারুকুল ইসলাম, উপজেলা যুবলীগ সদস্য আব্দুল মতিন মুন্সিসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী বৃন্দ।