স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯ নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে ১৭ মার্চ শুক্রবার জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কলেজ অধ্যক্ষ মো. হারুন-অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গর্ভনিং বডির চেয়ারম্যান এবং চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আজকের দিনটি আনন্দের দিন, উৎসবের দিন, বিশেষ করে শিশুদের জন্য উৎসব। কারণ আজকের দিনে জাতিরজনক বঙ্গবন্ধুর জন্মদিন। তাই এই দিনটিকে জাতীয় শিশু দিবস ঘোষণা করেছে সরকার ।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না। আমরা একটি স্বাধীন দেশ হিসেবে বিশ্বের কাছে দাঁড়াতে পারতাম না। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে। তার অবদান বাঙ্গালী জাতি আজীবন স্মরণ রাখবে। এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর সম্পর্কে জানা। আশা করছি নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর উদ্দেশ্য ও আদর্শ লালন করে আগামীদিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং স্বপ্নের সোনার বাংলা গড়বে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। আমাদের কলেজসহ সকল প্রতিষ্ঠানে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মান করেছে। তাই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি কে।
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক কামরুল হাসান, সহকারি অধ্যাপক জিয়াউর রহমান, প্রভাষক মোঃ হানিফ মিয়া, প্রভাষক মো. জহিরুল ইসলাম মুরাদ।
এসময় উপস্থিত ছিলেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক শামীমা আক্তার, সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক ফারজানা আক্তার, প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মো. মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: শাহাদাত হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারি শিক্ষিকা রাবেয়া আক্তার, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মোঃ রবিউল আউয়াল খান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজিসহ অন্যান্য শিক্ষকবৃন্দগণ।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ সহ অন্যান্য অতিথি ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।