ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
মতলব দক্ষিণে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে

সরকার জনগণের ভোটাধিকার নষ্ট করে গণতন্ত্রকে ধ্বংস করেছে : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ বলেছেন, এই সরকারের কাছে ইসলাম ও জনগণের জানমাল নিরাপদ নয়। এই সরকার জনগণের ভোটাধিকার নষ্ট করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের মত নীলনকশার নির্বাচন করার জন্য শেখ হাসিনা আবারও চেষ্টা করছেন। এদেশের জনগণ তত্বাবধায়ক সরকার ছাড়া বাংলার মাটিতে আর কোন নির্বাচন করতে দিবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনেই হতে হবে।

সোমবার (২৮ আগস্ট) বিকেলে নারায়ণপুর বাজার সংলগ্ন বালুর মাঠে মতলব দক্ষিণ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ দেশের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে মহাসচিব আরও বলেন, স্বাধীনতার ৫২ বছর পর এসে এই সরকার পাকিস্তানী হানাদার বাহিনীর মত আচরণ করছে। আমরা আওয়ামীলীগ ও বিএনপির দালাল নই। আমরা আল্লাহ এবং রাসুলের দালাল। এসময় তিনি আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও বিদ্যুৎ সহ এমন কোন খাত নেই, যেখাতে এই সরকার দুর্নীতি করে নাই। তাই বিদ্যমান এই রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিও জানান তিনি।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাও. মো. আনসার আহমাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম সুজনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মুনসুর আহমেদ সাকী, ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদ সানী, ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাও. আফসার উদ্দিন, চাঁদপুর জেলা শাখার ছাত্রনেতা মো. রাকিব হোসেন প্রমুখ।

আরো পড়ুন  চাঁদপুরে বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী শফিকুজ্জামানের বাড়িতে হামলা ও ভাংচুর

এসময় আরও বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুফতি মুক্তার হোসাইন, মতলব দক্ষিণ উপজেলার মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম প্রধান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মতলব দক্ষিণ শাখার সভাপতি মাও মুঈন উদ্দিনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

ট্যাগস :

সকল আলেমদের মুক্তি না দিলে আগামী ৭ অক্টোবর ঢাকায় বৃহত্তর সমাবেশ : মাওলানা খুরশিদ আলম কাসেমী

error: Content is protected !!

মতলব দক্ষিণে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে

সরকার জনগণের ভোটাধিকার নষ্ট করে গণতন্ত্রকে ধ্বংস করেছে : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব

আপডেট সময় : ১০:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ বলেছেন, এই সরকারের কাছে ইসলাম ও জনগণের জানমাল নিরাপদ নয়। এই সরকার জনগণের ভোটাধিকার নষ্ট করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের মত নীলনকশার নির্বাচন করার জন্য শেখ হাসিনা আবারও চেষ্টা করছেন। এদেশের জনগণ তত্বাবধায়ক সরকার ছাড়া বাংলার মাটিতে আর কোন নির্বাচন করতে দিবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনেই হতে হবে।

সোমবার (২৮ আগস্ট) বিকেলে নারায়ণপুর বাজার সংলগ্ন বালুর মাঠে মতলব দক্ষিণ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ দেশের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে মহাসচিব আরও বলেন, স্বাধীনতার ৫২ বছর পর এসে এই সরকার পাকিস্তানী হানাদার বাহিনীর মত আচরণ করছে। আমরা আওয়ামীলীগ ও বিএনপির দালাল নই। আমরা আল্লাহ এবং রাসুলের দালাল। এসময় তিনি আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও বিদ্যুৎ সহ এমন কোন খাত নেই, যেখাতে এই সরকার দুর্নীতি করে নাই। তাই বিদ্যমান এই রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিও জানান তিনি।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাও. মো. আনসার আহমাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম সুজনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মুনসুর আহমেদ সাকী, ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদ সানী, ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাও. আফসার উদ্দিন, চাঁদপুর জেলা শাখার ছাত্রনেতা মো. রাকিব হোসেন প্রমুখ।

আরো পড়ুন  চাঁদপুরে বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী শফিকুজ্জামানের বাড়িতে হামলা ও ভাংচুর

এসময় আরও বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুফতি মুক্তার হোসাইন, মতলব দক্ষিণ উপজেলার মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম প্রধান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মতলব দক্ষিণ শাখার সভাপতি মাও মুঈন উদ্দিনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।