বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির সদস্য সোহরাব হোসেন কুসুমের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের মহামায়া পূর্ব বাজার বাইতুল মামুর জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল মিজি, সহ সভাপতি ও ৯নং ওয়ার্ড ইউপি সদস্য কবির হোসেন রনি, যুব বিষয়ক সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের আহবায়ক রুবেল পাটওয়ারী, যুগ্ম আহবায়ক জহির বেপারী, মজিব কারী, শরীফ হোসেন বৈদ্যসহ অঙ্গ সহযোগী সংগঠনের একাংশ নেতৃবৃন্দ ও এলাকার মুসল্লীগণ।
দোয়া ও মিলাদ মাহফিলে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে মৃত্যুবরণকারী সকল শহীদদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সেই সাথে দোয়া মোনাজাতে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সুস্থতা কামনা করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আল জামিয়াতুল ইসলামিয়া শামছুল উলূম মহামায়া মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা মাহমুদুল হাসান।