চাঁদপুরে ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাটের জাহিদ হোটেলের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: কক্সবাজার টেকনাফ এলাকার দেলোয়ার হোসেন (৪৩), একই এলাকার ফয়েজ উদ্দিন হারিস (২৮), রেদওয়ান (২৫), সোনা মিয়া (৩৫) ও মোঃ মিজান (২১)।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাটের জাহিদ হোটেলের সামনে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলমের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার চৌকস অফিসার এএসআই মোঃ হেলাল উদ্দিন ও এএসআই মোঃ শহিদুল্লাহসহ সংঙ্গীয় সদস্যরা গ্রেফতারকৃতদের দেহ তল্লাশী করে ৫ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ইয়াবাগুলো টেকনাফ থেকে চাঁদপুরের হরিণাঘাট হয়ে শরিয়তপুর নিয়ে যাওয়ার সময় তারা গ্রেফতার হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, চাঁদপুরের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম মহোদয়ের নির্দেশ হচ্ছে মাদকের সাথে আমাদের কোন আপোষ নেই, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।