শাহরাস্তিতে পুলিশি অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ১০ দশ ও নিয়মিত মামলায় ০৩ জন সহ ১৩ অভিযুক্ত আসামীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার আটককৃতদের চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়,বৃহস্পতিবার দিবাগত রাত শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আলমগীর হোসেনের দিক-নিদের্শনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খাইরুল আলমের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রোকন উদ্দিন, এস আই জনি কান্তি দে, আমির হোসাইন, মাঈন উদ্দিন, হেলাল উদ্দিন, কামাল হোসেন, মোঃ ইব্রাহিম খলিল, এএসআই মোঃ মনিরুল হক সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন।
এতে জিআর-১৬৮/২২ শাহরাস্তি পরোয়ানাভুক্ত মৃত শামছুল হকের পুত্র আসামী মানিক হোসেন ৪০, মালিক হোসেনের পুত্র শাহীন আলম ২২,মৃত আবুল কালামের পুত্র রাজন ২১,মৃত আবুল কালামের স্ত্রী মনিরা বেগম মনি ৩৩,শাহিন আলমের স্ত্রী সীমা বেগম ১৯, মানিক হোসেনের স্ত্রী বিউটি বেগম ২৯ সকলেই পৌরশহরের কাজিরকামতার অধিবাস।
একই সময় জিআর-১০৮/২৩ এর মৃত ছায়েদ আলির পুত্র আসামী মোঃ রাসেল কেবলা ১৮, পৌর শহরের শ্রীপুর মহল্লার এবং ননজিআর-১০৭/২৩ শাহরাস্তি এর শফিউল্লাহর পুত্র আসামী জামাল হোসেন ৩২ মেহের দক্ষিণ ইউপির ভোলদিঘী গ্রাম। জিআর-১৬১/২২ শাহরাস্তি এর দিলীপ চন্দ্রের পুত্র আসামী সৈকত চন্দ্র দাস ২২, মেহের উত্তর ইউপির সেক্কুনী গ্রামের ধোপা বাড়ী এবং জিআর-২৫১/২২ এর মৃত সিদ্দিকুর রহমানের পুত্র আসামী মোঃ রিপন হোসেন ৩২ টামটা দক্ষিণ ইউপির আলীপুর গ্রাম এবং চাঁদপুর এর শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-২, তাং-০২/১১/২০২৩ইং। ওই মামলাধারা৪৪৭/৪৪৮/৩২৩/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬/(২) দি পেনাল কোড এর এজাহার নামীয় আলতাব হোসেন প্রকাশ লাল মিয়া পুত্র আসামী আবু জাফর ৩৫, মোঃ আলী ২২, সহিদুল ইসলাম ৩৮, শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউপির পানচাইল ।
এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, আটককৃত আসামিদেরকে পুলিশ এসকর্টের মাধ্যমে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।