অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম দৈনিক চাঁদপুর খবর পত্রিকা প্রসঙ্গ টেনে বলেন, আমি চাঁদপুরে যোগদানের পর থেকে নিয়মিত চারটি পত্রিকা পড়ি। এরমধ্যে দৈনিক চাঁদপুর খবর পত্রিকা অন্যতম। পত্রিকাটির গেটাপ, মেকাপ এবং বস্তুনিষ্ঠতা প্রশংসনীয়। আগামীতে এ ধারাবাহিকতা অব্যাহত রেখে চাঁদপুর খবর দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে প্রতিষ্ঠাবার্ষিকীতে এমনটি প্রত্যাতাশা রইল।
দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ শহীদ হোসেন বলেন, একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদপত্র। আমরা যারা আইনশৃঙ্খলার সাথে জড়িত, আমাদের সাথে সংবাদপত্র ও সাংবাদিকরাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে চাঁদপুর খবর এগিয়ে রয়েছে। আমি চাঁদপুর খবর পত্রিকার সাফল্য ও অগ্রগতি কামনা করছি যোগ করেন, ওসি মোহাম্মদ শহীদ হোসেন হোসেন।
ফরিদগঞ্জ প্রসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান বলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকাটি মান বজায় রেখে বর্তমানে সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। পত্রিকাটি জেলার গন্ডি পেরিয়ে যেন দেশেব্যাপী সুনামের সাথে বৃস্তিত হতে পারে এমন প্রত্যাশা রইল।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুস ছোবহান লিটন বলেন, পত্রিকার প্রাণ হচ্ছে পাঠক। চাঁদপুর খবর পত্রিকা পাঠক প্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। তাই ভবিষ্যতে এ পত্রিকাকে মান বজায় রাখতে সহযোগীতা অব্যাহত রাখতে অনুরোধ জানান।
সাবেক সভাপতি নবী নোমান বলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকাটি যেন পাঠকের প্রত্যাশা অব্যাহত রাখে তা কামনা করি। জন্মদিনে আমি এ পত্রিকার সাফল্য কামনা করছি। আরো বক্তব্য রাখেন, মো. মিজানুর রহমান।
দৈনিক চাঁদপুর খবর পত্রিকার স্টাফ রির্পোটার (ফরিদগঞ্জ ) এস এম ইকবালের পরিচালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর খবর পত্রিকার যুগ্ম-সম্পাদক মো. শওকত করিম, সহ-সম্পাদক এম আই দিদার, দৈনিক ইনকিলাব পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি এমকে মানিক পাঠান, দৈনিক চাঁদপুর প্রবাহের অফিস প্রধান আমান উল্লাহ আমান, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ব্যুরো ইনচার্জ মামুন হোসেন, সুদিপ্ত চাঁদপুর পত্রিকার প্রতিনিধি শিমুল হাসান সহ উপজেলা বিভিন্ন স্তরের সাংবাদিক , শিক্ষক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
পরে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতাবাষিকীর র্যালী ও কেক কাটা অনুষ্ঠিত হয়।