ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৩) বছর।
তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসাইন চৌধুরী মায়া বীরবিক্রম বড় ছেলে।
গত ২৮ নভেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হন দীপু। এরপর তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর শনিবার (২ ডিসেম্বর) তিনি মারা গেলেন। তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজের স্বাক্ষরিত শোক বার্তায় জানান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. নুরুল আমিন রুহুল ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. হুমায়ুন কবীর মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবদেনা জানান।