মতলব উত্তরে প্রয়াত আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু’র রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
![](https://priyochandpur.net/wp-content/uploads/2025/01/ads-shah.gif)
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোবহান সরকার সুভার আয়োজনে উপজেলার মিলারচর বাজারে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আমি আপনাদের কাছে আমার সন্তানের জন্য দোয়া চাই। আপনারা সকলেই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতবাসী করেন।
আমি আমার পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি আমার পরিবারের অভিভাবক হিসেবে আমার সন্তান যেদিন থেকে অসুস্থ প্রতিদিন-প্রতিনিয়ত খোঁজ খবর নিয়েছেন।
![priyo chandpur 12 Model Hospital](https://priyochandpur.net/wp-content/uploads/2023/11/awfe.png)
এছাড়াও কৃতজ্ঞতা জানাই আওয়ামী লীগের সকল কেন্দ্রীয় নেতাদের যাদের সবাই সার্বক্ষণিক আমাদের খোঁজখবর রেখেছেন, সাহস যুগিয়েছেন তাদের প্রতি। কৃতজ্ঞতা জানাই আওয়ামী পরিবারের সকল সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি।’ পরিশেষে তিনি বলেন, আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার পরিবারের প্রতিটি সদস্য মতলবের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতে ও যাবে।
কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রয়াত দিপু চৌধুরীর সহধর্মিনী চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুর্বণা চৌধুরী বীণা, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, আইন বিষয়ক উপ-কমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোবহান সরকার সুভা।
আরো বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ নেতা অলি’সহ আরো অনেকে।
এসময় আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মুহবিুল হক চৌধরী সুমিত, সাদুল্ল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, উপজেলা যুবলীগ নেতা বাবু মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা রহমত উল্ল্যাহ সরকার লিখন, তামজিদ সরকার রিয়াদ, খোরশেদ আলম, এইচএম নোমান দেওয়ান, উপজেলা ছাত্রলীগ নেতা ছদরুল আমিন, জনি প্রমুখ।