ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

শাহরাস্তিতে পুলিশি অভিযানে ১২ আসামি আটক

শাহরাস্তিতে পুলিশি অভিযানে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১২ আসামিকে আটক করেছে পুলিশ।

Model Hospital

বুধবার আটককৃতদের চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম  দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ ওসি শাহরাস্তি মডেল থানার মোহাম্মদ আলমগীর হোসেনের তত্ত্বাবধানে পুলিশি অভিযানে অভিযুক্তদের আটক করা হয়।

এ অভিযানে শাহরাস্তি থানা পুলিশ জিআর পরোয়ানাভুক্ত-০৮ জন, সিআর পরোয়ানাভুক্ত-০২ জন, এবং নিয়মিত মামলার ০২ জন সহ ১২ জনকে আটক করা হয়।

ওইদিন এসআই নিঃ মোঃ রোকন উদ্দিন, এসআই ঈমাম হোসেন, এসআই নিঃ মোঃ নুরুল আনোয়ার, এএসআই নিঃ মোঃ দিদার  হোসেন, এএসআই নিঃ আতাউর রহমান, এএসআই নিঃ মোঃ ইব্রাহিম খলিল, এএসআই মোঃ হেলাল উদ্দিন, এএসআই মোঃ মাইন উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এতে উপজেলার কাজিরকাপ কোনার বাড়ীর সফিকুর রহমানের পুুত্র মো. মিজানুর রহমান সিআর-২৫০/২২ শাহরাস্তি এস/সি-৬১৩/২২,  ননজিআর-১০/২৩ এর মামলায়, সুচীপাড়া দক্ষিন ইউপির নরিংপুর গ্রামের মুনছুর আহম্মদের পুত্র দুলাল মিয়া ৫৫, দুলাল মিয়ায় স্রী আম্বিয়া বেগম ৪০, তার  কন্যা লিপি আক্তার ২০, আবুল খায়ের পুত্র নুর মোহাম্মদ ৬৫। সিআর-২৯০/২০২৩ইং (শাহরাস্তি), এর আসামী  টামটা উত্তর ইউপির বলশিদ গ্রামের ছৈয়াল বাড়ীর শাখাওয়াত উল্যার স্রীর রিনা আক্তার, জিআর-৩১২/১৯ (শাহরাস্তি), এর আসামী মেহের  দক্ষিন ইউপির দেবকরা গ্রামের দুলুর বাড়ীর মৃত আব্দুল হকের পুত্র মোঃ সাহাব উদ্দিন,  জিআর-২৪৪/১৮ (শাহরাস্তি) এর আসামী টামটা দক্ষিন ইউপির দোপল্লা শেখ বাড়ীরনুরুজ্জামানের পুত্র নবির হোসেন, জিআর -২৪৪/১৮ (শাহরাস্তি) এর আসামী রায়শ্রী দক্ষিন ইউপির প্রসন্নপুর গ্রামের নুরু মাষ্টারের বাড়ীর তাজুল ইসলামের পুত্র শফিকুল ইসলাম, জিআর-১৮৪/১৯ (শাহরাস্তি) এর আসামী টামটা উত্তর ইউপির রাড়া বেপারী বাড়ীর মোঃ স্বপনের স্রী সুমী, শাহরাস্তি থানার মামলা নং-০৪, তাং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৮২ (১) এর সুচিপাড়া উত্তর ইউপির শোরসাক গ্রামের মৃত শফি উল্লাহর পুত্র আসামী মোঃ আবুল হোসেন  ৪৪,  এবং শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৬ মামলায় জি আর নং-৬, ২০২৪, ধারা- ৩৬(১) ধারা ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আসামী দৈকামতা পাঁচু জমাদ্দার বাড়ীর ইব্রাহিম খলিলের পুত্র মোঃ হেলাল হোসেনকে ৩২ আটক করে।

পুলিশ আটকৃতদের প্রয়োজনীয় পুলিশ এসকর্টের মাধ্যমে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুলের শ্রেণিকক্ষে ‘আপত্তিকর’ অবস্থায় ছাত্রীসহ প্রধান শিক্ষক আটক

শাহরাস্তিতে পুলিশি অভিযানে ১২ আসামি আটক

আপডেট সময় : ১১:০০:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪

শাহরাস্তিতে পুলিশি অভিযানে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১২ আসামিকে আটক করেছে পুলিশ।

Model Hospital

বুধবার আটককৃতদের চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম  দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ ওসি শাহরাস্তি মডেল থানার মোহাম্মদ আলমগীর হোসেনের তত্ত্বাবধানে পুলিশি অভিযানে অভিযুক্তদের আটক করা হয়।

এ অভিযানে শাহরাস্তি থানা পুলিশ জিআর পরোয়ানাভুক্ত-০৮ জন, সিআর পরোয়ানাভুক্ত-০২ জন, এবং নিয়মিত মামলার ০২ জন সহ ১২ জনকে আটক করা হয়।

ওইদিন এসআই নিঃ মোঃ রোকন উদ্দিন, এসআই ঈমাম হোসেন, এসআই নিঃ মোঃ নুরুল আনোয়ার, এএসআই নিঃ মোঃ দিদার  হোসেন, এএসআই নিঃ আতাউর রহমান, এএসআই নিঃ মোঃ ইব্রাহিম খলিল, এএসআই মোঃ হেলাল উদ্দিন, এএসআই মোঃ মাইন উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এতে উপজেলার কাজিরকাপ কোনার বাড়ীর সফিকুর রহমানের পুুত্র মো. মিজানুর রহমান সিআর-২৫০/২২ শাহরাস্তি এস/সি-৬১৩/২২,  ননজিআর-১০/২৩ এর মামলায়, সুচীপাড়া দক্ষিন ইউপির নরিংপুর গ্রামের মুনছুর আহম্মদের পুত্র দুলাল মিয়া ৫৫, দুলাল মিয়ায় স্রী আম্বিয়া বেগম ৪০, তার  কন্যা লিপি আক্তার ২০, আবুল খায়ের পুত্র নুর মোহাম্মদ ৬৫। সিআর-২৯০/২০২৩ইং (শাহরাস্তি), এর আসামী  টামটা উত্তর ইউপির বলশিদ গ্রামের ছৈয়াল বাড়ীর শাখাওয়াত উল্যার স্রীর রিনা আক্তার, জিআর-৩১২/১৯ (শাহরাস্তি), এর আসামী মেহের  দক্ষিন ইউপির দেবকরা গ্রামের দুলুর বাড়ীর মৃত আব্দুল হকের পুত্র মোঃ সাহাব উদ্দিন,  জিআর-২৪৪/১৮ (শাহরাস্তি) এর আসামী টামটা দক্ষিন ইউপির দোপল্লা শেখ বাড়ীরনুরুজ্জামানের পুত্র নবির হোসেন, জিআর -২৪৪/১৮ (শাহরাস্তি) এর আসামী রায়শ্রী দক্ষিন ইউপির প্রসন্নপুর গ্রামের নুরু মাষ্টারের বাড়ীর তাজুল ইসলামের পুত্র শফিকুল ইসলাম, জিআর-১৮৪/১৯ (শাহরাস্তি) এর আসামী টামটা উত্তর ইউপির রাড়া বেপারী বাড়ীর মোঃ স্বপনের স্রী সুমী, শাহরাস্তি থানার মামলা নং-০৪, তাং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৮২ (১) এর সুচিপাড়া উত্তর ইউপির শোরসাক গ্রামের মৃত শফি উল্লাহর পুত্র আসামী মোঃ আবুল হোসেন  ৪৪,  এবং শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৬ মামলায় জি আর নং-৬, ২০২৪, ধারা- ৩৬(১) ধারা ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আসামী দৈকামতা পাঁচু জমাদ্দার বাড়ীর ইব্রাহিম খলিলের পুত্র মোঃ হেলাল হোসেনকে ৩২ আটক করে।

পুলিশ আটকৃতদের প্রয়োজনীয় পুলিশ এসকর্টের মাধ্যমে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করে।