মতলব উত্তর ব্যুরো : চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ্যাড. মো. নুরুল আমিন রুহুল বলেছেন, বৈশ্বিক মহামারী করোনায় মানুষের মধ্যে স্থবিরতা দেখা গেছে। তারপরও দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা কালীন সময় সরকার গরীব অসহায় মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। করোনায় কর্মহীন হয়ে পড়া কোন মানুষের যাতে সমস্যা না হয়। শীতে একজন অসহায় মানুষও যাতে কষ্ট না পায় এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা সারা বাংলাদেশে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন।
তিনি আরো বলেন, অসহায়দের পাশে যার যার সাধ্যমতো বৃত্তবানরা এগিয়ে আসলে দরিদ্র ও অসহায় মানুষকে শীতের কষ্ট থেকে রক্ষা করা যাবে। সরকারের পাশাপাশি সবাইকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। আসুন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে করোনাকালের এই শীতে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সবাই হাত বাড়িয়ে দিই।
২৫ ডিসেম্বর শনিবার সকালে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর ত্রাণ বান্ডার হতে বরাদ্দ পাওয়া ৪শ’ কম্বল ফতেপুর পশ্চিম ইউনিয়নের অসহায়, দরিদ্র ও শীতার্তদের মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিনের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, মো. সিরাজুল ইসলাম লস্কর, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকার, সাবেক ছাত্রনেতা এ্যাড. মহাসিন মিয়া মানিক, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্বপাদক মিরাজ খালিদ, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরে আলম স্বপন প্রমুখ।
এছাড়া বেলা ১টায় ফরাজীকান্দি ইউনিয়নে গরীব ও অসহায় ৪শ’ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন নুরুল আমিন রুহুল এমপি। এসময় উপস্থিত ছিলেন, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার, সাবেক ছাত্র নেতা আবদুর রব প্রধান, সহ মতলব উত্তর উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।