বাজার নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নেও ন্যায্যমুল্যের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রয় করা হয়েছে।
বৃহষ্পতিবার (৭ মার্চ) সকাল থেকে ইউনিয়নের ১২’শ ৪২জন সুবিধাভোগী ৪৭০ টাকার বিনিময়ে ২ লিটার ফার্টিফাইড তেল, ২কেজি মশারি ডাল ও ৫কেজি চাল ক্রয় করেন। উক্ত ন্যায্যমূল্যের টিসিবি পণ্য ক্রয়-বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন এর তত্ত্বাবধানে ক্রয়-বিক্রয় কার্যক্রমে ইউনিয়ন পরিষদের সদস্যরা সহযোগিতা করেন।
এতে জনসাধারণ সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য ক্রয় করতে পেরে উপকৃত হয়েছেন বলে জানা যায়। উক্ত টিসিবি পণ্য বিতরণকালে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোরসালিন।
উক্ত টিসিবিপণ্য ক্রয়- বিক্রয়কালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কৃষকলীগের সদস্য সচিব আব্দুল হান্নান সবুজ, ইউনিয়ন পরিষদের সদস্য নাজির হোসেন, মনিরুজ্জামান পাটওয়ারী, জিয়া তপদার, মুক্তা আক্তার, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবুল হোসেন, অন্যান্য ইউপি সদস্য সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।