চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ১৫৫ নং ভরঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের বদলী জনিত বিদায় সংবর্ধনা ও অভিভাবকদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৩ জুন) বিদ্যালয় কক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ তাজুল ইসলাম হাওলাদার। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এমরান হোসেন এর প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম বলেন, আমি একজন সরকারের প্রজাতন্ত্র কর্মচারী। ভরঙ্গাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করার পর হইতে এলাকার জনগণ মনে প্রাণে শিক্ষার কার্যক্রমকে বেগবান করার জন্য সর্বদা সহযোগিতা করেছিলেন। এজন্য আমি উক্ত এলাকাবাসী সহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সকল নেতৃবৃন্দ ও অভিভাবকদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি এ বিদ্যালয়ে বিগত ৬ বছরের কর্মজীবনে সহকর্মীদের সাথে ভূলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের প্রতি দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে মোঃ তাজুল ইসলাম হাওলাদার বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। ওনি এ বিদ্যালয়ে আসার পর শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, বর্তমান সময়ে শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই, তাই শিক্ষাকে গুরুত্ব দিয়ে এলাকার ছেলেমেয়েদের সুশিক্ষিত গড়ে তুলতে হবে। এজন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার অগ্রগতি লক্ষ্যে চোখে পড়ার মত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দৃশ্য মান উন্নয়ন করে যাচ্ছে। কোন শিক্ষার্থী যেন ঝড়ে না পড়ে সে জন্য সরকার সকল প্রকার সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবক সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানা যায়, বিদায়ী প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম চাঁদপুর শহরের লেডি দেহলভী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে বদলী হয়ে দায়িত্ব গ্রহণ করেন।