চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী এলাকাতে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সাংবাদিক সোহেল রুশদী’র আহ্বানে শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী এলাকা ও মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি এলাকা এবং শাহতলী বাজারের ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, জনপ্রতিনিধিদের নিয়ে উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭আগস্ট (বুধবার) দুপুর ১২টায় উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় সভা কক্ষে জরুরী সভায় বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি বলেন, শাহতলী এলাকা ও হামানকর্দ্দি এলাকার বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সবাই একমত পোষন করায় ধন্যবাদ জানাচ্ছি। আমরা সকলে একই এলাকার প্রতিবেশি ,তাই অহিংস কোন কার্যকলাপ থেকে দূরে থাকবেন। ভবিষ্যতে যাতে বিশেষ করে শাহতলী , হামানকর্দ্দি ও শাহতলী বাজারে বিশৃঙ্খলা না হয় সে বিষয়ে সিদ্ধান্তে সকলে একমত পোষন করেন।
তিনি আরো বলেন, বিশেষ করে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা বিধানে সবাইকে সজাগ থাকতে হবে। কোন সংখ্যালঘু পরিবারের সম্পদ, বাড়ী ঘর, ব্যবসা প্রতিষ্ঠান যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেই দিকেও নজর রাখতে হবে।
সভায় অংশ নেন , ৬নং মৈশাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো: ফারুক সরকার, শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: সফিক কারী, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি ও সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির মৎস্য সম্পাদক ও ৪নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারী মো: আব্দুল আজিজ মিজি, শাহতলী বিআরএস ব্রিক ফিল্ডের ম্যানেজার বিএনপির নেতা মো: জসিম গাজী, বিএনপি নেতা মো: শওকত কারী, বিএনপি নেতা মো: নুরু গাজী, শাহতলী বাজারের ব্যবসায়ী খোকন গাজী, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: রাজ্জাক গাজী, ব্যবসায়ী ও বিএনপির নেতা মো: হোসেন সরকার, ছাত্রনেতা মো: কাকন সরকার, ছাত্রদল নেতা মো: রবি গাজী, ছাত্রদল নেতা মো: শান্ত গাজী, বিএনপি নেতা মো: রিপন মিজি, স্থানীয় মো: মিলন কারী, মো: হেলাল সরকার, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: আলমগীর, ব্যবসায়ী মো: শরীফ ভুইয়া, গ্রাম পুলিশ মো: বাদশা, মাছ ব্যবসায়ী মো: মজিবুর রহমান মজু, মাহফুজ মুন্সি সহ অন্যান্যরা।