৮ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার একে মিত্র চাকমার সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন,বাংলাদেশ সেনা বাহিনীর ক্যাপ্টেন আশিকুর রহমান,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন,উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মনির হোসেন, মতলব উত্তর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল বাশর,দৈনিক যুগান্তরের মতলব প্রতিনিধি ফারুক হোসেন,দৈনিক ইত্তেফাকের মতলব উত্তর উপজেলা প্রতিনিধি শামসুজ্জামান ডলার, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলমগীর হোসেন সরকার, মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান,বাগানবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল আল মামুন,এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না,উপজেলা জামায়াত ইসলামের প্রতিনিধি মেহেদী হাসান,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল হক জিতু,ছেংগারচর পৌর বিএনপির জাহাঙ্গীর আলম প্রধান,উপজেলা যুবদলের আহবায়ক রাশেদ জামান টিপু,ছাত্র আন্দোলনের প্রতিনিধি নুরুল হুদা ফয়েজী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সারাদেশে হামলা,ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও মতলব উত্তর উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের আন্তরিক হস্তক্ষপে এ উপজেলায় খুববেশী মাত্রায় অঘটন ঘটেনি।