অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বসবাসের জন্য প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা।
অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে তার এখানেই বসবাস করার কথা জানিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর সূত্র।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকেই রাষ্ট্রীয় এ অতিথিশালাটি সাজানো-গোছানোর কাজ চলছে। ভেতরে আসবাবপত্র নতুনভাবে এনেছে গণপূর্ত বিভাগ। এর আগের তত্ত্বাবধায়ক সরকার প্রধানরাও এ ভবনটিতে থেকেছেন বলে জানা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রপতিকে ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। রাষ্ট্রপতিও এতে সম্মতি দিয়েছেন। আজ দুপুরে দেশে ফিরেছেন ড. ইউনূস।
আজ রাত ৯টায় বঙ্গভবনে শপথ নেবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা।