চাঁদপুরের মতলব দক্ষিণে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের উদ্যোগে জনসচেতনতা ও “ক্লীন আপ কর্মসূচীর” উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গত কয়েকদিন ধরেই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সকাল থেকে উপজেলার নারায়ণপুর এলাকার রাস্তাঘাট পরিষ্কার, ট্রাফিক কন্ট্রোল, বাজার মনিটরিং সহ আরো বিভিন্ন সামাজিক কাজ করেন।
নারায়ণপুর বাজারের যানবাহন চলাচলে যানজট নিরসনে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছে বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা।
এসময় সড়কে বাস, সিএনজি, ভ্যান, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন শৃঙ্খলা মেনে চলাচল করেছে। কেউ যাতে নিয়ম ভেঙ্গে যানবাহন চলাচল না করে তাদেরকে বুঝিয়ে পথ চলা এবং শৃংখলা মানতে বাধ্য করা হয়।
মোটরসাইকেল আরোহীদেরকে হেলমেট পড়ার ব্যাপারেও সতর্কতামূলক নির্দেশনা দেন তারা। সেই সাথে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্যোগ নেয় তারা।
দলমত নির্বিশেষে এই কাজে অংশগ্রহণ করেন মো. সাকিব শেখ, ফরহাদ আহমেদ, শরিফুল ইসলাম বশির প্রধান, আলাউদ্দিন কাজী, মিনহাজ, জাহিদ, জিহাদ, ইমন কাজী, রায়হান প্রধানসহ সাধারণ শিক্ষার্থীরা।
স্থানীয় পর্যায়ে শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকল শ্রেনী পেশার মানুষ।