বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন চাঁদপুর জেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর)’ বিকালে চাঁদপুর শহরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে সংগঠনটির ২০২৪ ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব মোঃ হারুনুর রশিদ গাজী।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের সভাপতি মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আজিজুল হক রাজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের সাংগঠনিক সচিব মোঃ তৌহিদুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা তাঁতি দলের আহবায়ক আলী আহমদ সরকার, জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান লিটন,চাঁদপুর সম্মিলিত পেশাজীবী পরিষদের সহ-সভাপতি আনোয়ার মাঝি, সদস্য সাজ্জাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সদস্য ফজলুর রহমান ফজলু, মোঃ হাসেম গাজী, নার্গিস খান, তাসলিমা রহমান, সাবিনা আক্তার, জেলা যুবদলের সদস্য রফিক গাজী, জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য জাকির হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সম্মেলনে আব্দুর রশিদ খানকে সভাপতি, বিল্লাল হোসেনকে সাধারণ সম্পাদক ও রাশেদ খানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।