এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে ১ মাদক ব্যবসায়ীসহ ৪আসামীকে আটক করেছে পুলিশ।
১৭ জানুয়ারী সোমবার রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ নাছির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ চাঁদপুর- টু- লক্ষীপুর সড়কের কালির বাজার চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম(৪৫) কে ৫০পিস ইয়াবাসহ আটক করে।
একই দিনে এসআই মোঃ নাছির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দপুর উত্তর ইউনিয়নের শোভান এলাকা থেকে নিয়মিত মামলার আসামী মোঃ জাহিদুল ইসলাম সোহেল(৩৬) ও মোঃ ফয়সাল(২৮) কে আটক করে এবং এসআই মোঃ সেলিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ একই এলাকার ধানুয়ায় অভিযান পরিচালনা করে সি-আর মামলার পরোয়ানাভুক্ত আসামী মোঃ মেহেদী হাসান খান (২১)কে আটক করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে এবং বিভিন্ন মামলার তিন আসামীসহ ৪ জনকে আদালতে প্রেরন করা হয়েছে।