চাঁদপুর ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জেলা শহরের রসুই ঘর পার্টি সেন্টারে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে কর্নার ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন এস এন্ড ডি সুইট হোম ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ লতিফ তপাদার, এম কে এ ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ কবির হোসেন, এস এম ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমজাদ হোসেন, আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম জামাল সাকিব।

চাঁদপুর ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন জানান, চাঁদপুর জেলা ডেভেলপার্স ব্যবসায়ীদের সাথে স্থানীয় প্রশাসনের সমন্বয় সাধন, ডেভেলপার প্রতিষ্ঠান গুলোর মধ্যে শৃঙ্খলা আনয়ন ও গুণগত মানসম্পন্ন ভবন নির্মাণে আমরা কাজ করার প্রত্যয়ের লক্ষ্য- উদ্দেশ্যে আমাদের এই সংগঠনের আহ্বায় কমিটি গঠন করা হয়।

তিনি আরো জানান আগামী দুই মাসের মধ্যে সকলের মতামতের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে ইনশাআল্লাহ।