ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আজ গাজীপুর মুক্ত দিবস : সাংবাদিক ইলিয়াস

সংগ্রহীত ছবি

গাজীপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের দাবি, তাদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মোজাম্মেল হকের পৈত্রিক বাড়ির সামনে কিছু লোকজন অবস্থান নেয়। পরে তারা হামলা চালিয়ে বাড়ির ভেতর ও বাহিরে ব্যাপক ভাঙচুর করে। এ সময় মসজিদে ডাকাত পড়ার ঘোষণা দেওয়ার পর এলাকাবাসী ঘটনাস্থলে এসে হামলাকারীদের প্রতিরোধ করেন। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।

গাজীপুরের এই ঘটনাটি নিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন যে, আজ গাজীপুর মুক্ত দিবস।

এলাকাবাসী জানিয়েছেন, সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পৈতৃক বাড়ি থেকে রাত ১০টার দিকে চিৎকার শোনা যায়। একপর্যায়ে স্থানীয় কয়েকজন যুবক বিক্ষুব্ধ জনতার ওপর হামলা চালায়। এতে অন্তত ১২-১৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, এবং গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় রেফার করা হয়েছে। ঘটনার পর জয়দেবপুর থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Model Hospital

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, হামলায় আহত অনেককে রক্তাক্ত অবস্থায় বাড়ির ভেতরেই ফেলে রাখা হয়েছে এবং বেশ কয়েকজনকে আটক করে পিটিয়ে আহত করা হচ্ছে।

ট্যাগস :

আজ গাজীপুর মুক্ত দিবস : সাংবাদিক ইলিয়াস

আপডেট সময় : ০১:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

গাজীপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের দাবি, তাদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মোজাম্মেল হকের পৈত্রিক বাড়ির সামনে কিছু লোকজন অবস্থান নেয়। পরে তারা হামলা চালিয়ে বাড়ির ভেতর ও বাহিরে ব্যাপক ভাঙচুর করে। এ সময় মসজিদে ডাকাত পড়ার ঘোষণা দেওয়ার পর এলাকাবাসী ঘটনাস্থলে এসে হামলাকারীদের প্রতিরোধ করেন। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।

গাজীপুরের এই ঘটনাটি নিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন যে, আজ গাজীপুর মুক্ত দিবস।

এলাকাবাসী জানিয়েছেন, সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পৈতৃক বাড়ি থেকে রাত ১০টার দিকে চিৎকার শোনা যায়। একপর্যায়ে স্থানীয় কয়েকজন যুবক বিক্ষুব্ধ জনতার ওপর হামলা চালায়। এতে অন্তত ১২-১৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, এবং গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় রেফার করা হয়েছে। ঘটনার পর জয়দেবপুর থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Model Hospital

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, হামলায় আহত অনেককে রক্তাক্ত অবস্থায় বাড়ির ভেতরেই ফেলে রাখা হয়েছে এবং বেশ কয়েকজনকে আটক করে পিটিয়ে আহত করা হচ্ছে।