দেশের আকাশে পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী রোববার থেকে রোজা শুরু হবে।

শনিবার (১ মার্চ) রাত থেকেই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। আজ রাতেই সাহরি খেয়ে প্রথম রোজা পালন করা হবে।
পবিত্র রমজান শুরুর দিন ঠিক করতে আজ বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা ৬টায় বায়তুল মুকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে হয় এই বৈঠক। এতে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
বৈঠকের পর জাতীয় চাঁদ দেখা কমিটি এসব তথ্য জানায়।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর শাবান মাসের ২৯ তারিখ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে গতকাল শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আজ শনিবার থেকে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে রমজান মাস।