এস.এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ মোঃ শরীফ হাওলাদার(২৭) ও মাঃ শাকিল প্রকাশ শাকিব(২২)নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
২৮ জানুয়ারি শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিদগঞ্জ থানার এস.আই মোঃ নূরুল ইসলাম সঙ্গিয় ফোর্সসহ উপজেলার গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের পশ্চিম হাঁসা আইলের রাস্তা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃত মাদক কারবারিরা মোঃ শরীফ হাওলাদার(২৭) গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের হাওলাদার বাড়ীর নাছির হাওলাদারের ছেলে ও মোঃ শাকিল(২২) একই ইউনিয়ের পাড়া মনু গাজী বাড়ীর মোঃ ইউসুফ গাজীর ছেলে।
পুলিশ জানায়, মাদক কারবারি মোঃ শরীফ হাওলাদারে বিরুদ্ধে ইতি পূর্বে ৩টি মাদকে মামলা রয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দাপয়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।