নিজস্ব প্রতিনিধি : দৈনিক আজকের পত্রিকা হাজীগঞ্জ প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর প্রবাহের নিজস্ব প্রতিনিধি জহিরুল ইসলাম জয়সহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ।
বুধবার সকাল ১০ টার দিকে সিএনজি চালিত স্কুটার যোগে চাঁদপুর শহরে যাওয়ার পথে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বলাখাল বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
অন্য আহতরা হলেন হাজীগঞ্জের ৫নং সদর পূর্ব ইউনিয়নের যুবলীগ সভাপতি ফারুক খাঁন, একই ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মামুনসহ অজ্ঞাত এক নারী।
আহত সাংবাদিক জহিরুল ইসলাম জয় জানান, তারা ৫ জন হাজীগঞ্জ বাজার থেকে সিএনজি চালিত স্কুটার যোগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানদের শপথগ্রহন অনুষ্ঠানে চাঁদপুর যাচ্ছিলেন। পথিমধ্যে বলাখাল বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা বড় একটি গাড়ি তাদের স্কুটারকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজি স্কুটারটি উল্টে যায়। এ ঘটনায় দুই যাত্রীর হাতের হাড় ভেঙ্গে যাওয়াসহ সবাই মারাত্বক আহত হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্কুটারটিকে জব্দসহ বিষয়টি দেখার জন্য অফিসার পাঠানো হয়েছে।