নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে নারায়ণপুর প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ ফেব্রুয়ারী বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ খান।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম রেজোয়ান বাদলের সভাপ্রধানে এবং সাংগঠনিক সম্পাদক আসিফ ইকবাল ডনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. কামরুজ্জামান কাকন মুন্সী, সাধারণ সম্পাদক মো. জাহিদ খান বাবু।
এসময় আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সরকার, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেন কানন প্রমুখ। এসময় প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।