মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তরে প্রথম শ্রেণীর মাদক ক্রিস্টাল মেথ আইস ৩.৭৪ গ্রাম ও ৫৩টি ইয়াবা ট্যাবলেট মাদকসহ রুবেল হোসেন মোল্লা (৩০) ও ২২টি ইয়াবা ট্যাবলেট মাদকসহ ইমরান হোসেন প্রকাশ জনি (২৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৬ জানুয়ারি পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রথম শ্রেণীর মাদক ক্রিস্টাল মেথ আইস ৩.৭৪ গ্রাম ও ৫৩টি ইয়াবা ট্যাবলেট মাদকসহ রুবেল হোসেন মোল্লাকে মোহনপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেল হোসেন মোল্লা উপজেলার হাজীপুর গ্রামের মৃত মোক্তার হোসেন মোল্লার ছেলে।
২২টি ইয়াবা ট্যাবলেট মাদকসহ ইমরান হোসেন প্রকাশ জনিকে ছেঙ্গারচর হইতে নতুন বাজার গামী পিচ সড়কের আমিনপুরস্থ মমতাজ বেগম এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইমরান হোসেন প্রকাশ জনি উপজেলার আমিনপুর গ্রামের মো. জিয়া ফকিরের ছেলে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।