মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের আয়োজনে ৮ ও ৯নং ওয়ার্ডে স্বাধীনতার সবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১ মার্চ বিকেলে ইউনিয়নের কাজিয়ারা এলাকায় ইউপি সদস্য গোলাম রাব্বানী দেওয়ানজীর কার্যালয় ও ৯নং ওয়ার্ডের মেহারণ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ৮নং ওয়ার্ডের মেম্বার গোলাম রাব্বানীর সভাপতিত্বে এবং খর্গপুর মাদ্রাসার অভিবাবক সদস্য ও আওয়ামীলীগ নেতা আবুল বাসারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পারুল রানী সরকার, ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি হানিফ প্রধান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল পাঠান, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম তালুকদার, যুবলীগ নেতা ইসমাইল প্রধান, ইঞ্জিনিয়ার মিঞা মোহাম্মদ ইউনুস, ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইমানউদ্দিন পাঠান।
এদিকে ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেহারণ এলাকায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নগেন্দ্র দাস।
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানেস্বর দাসের পরিচালনায় বক্তব্য রাখেন, ৯নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি শ্রী কৃষ্ণ দাস, আওয়ামী লীগ নেতা শরৎ চন্দ্র দাস, ওয়ার্ড যুবলীগের সভাপতি কপিল দাস, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাওন দাস, সাধারণ সম্পাদক নয়ন দাস প্রমুখ। এসময় ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।