মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০৫ টি ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি গাঁজাসহ নাসরিন আক্তার (২৩) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে ও সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ এর তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) পলাশ বড়ুয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহযোগীতায় মতলব উত্তর থানাধীন পৌরসভাস্থ ৫নং ওয়ার্ডের দেওয়ানজিকান্দি গ্রামের মাদক ব্যবসায়ী মিলন ফকিরের বসত ঘর থেকে মাদক ব্যবসায়ী নাছরিন আক্তার (২৩)কে ৪০৫টি ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি গাঁজাসহ রোববার রাত ২৩.৩৫ টায় গ্রেপ্তার করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।