স্টাফ রিপোর্টার : বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া মজুমদার বাড়ীর পরিত্যক্ত টয়লেট থেকে ১৭কেজি গাঁজা উদ্ধার করলো পুলিশ।
ওইসময় পুলিশ বসতভিটার মালিক মাফিয়া বেগম (৩৫) কে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দের সার্বিক দিকনির্দেশনা এ অভিযান পরিচালনা করেন এসআই মিজবাহ, আঃ আজিজ ও এএসআই রেজাউল করিম।
অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।