স্টাফ রিপোর্টার : চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের ৬ দিনব্যাপী আনন্দ ভ্রমণের সফল সমাপ্তি হয়েছে।
গত ৮ মার্চ ২০২২ সন্ধ্যা ৭টায় চাঁদপুর শহরের মাইক্রো স্ট্যান্ড থেকে একটি বাসযোগে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। পরে সকাল সাড়ে ৯টায় কেয়ার সিনবাদ ডাউন লঞ্চযোগে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ৯ মার্চ দুপুরের খাবার শেষে বিকেলে সেন্টমার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করেন সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।
১০ মার্চ সকাল সাড়ে ৮টায় সকালের নাস্তা শেষে প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে ছেড়াদ্বীপ ভ্রমণ করেন সবাই। ১১ মার্চ দুপুর আড়াইটায় ‘কেয়ারি সিন্দবাদ ডাইন’ লঞ্চযোগে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করে। এরপর বাসযোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে রাত সাড়ে ৮টায় হোটেলে অবস্থান এবং রাতের খাবার গ্রহণ করেন। ১২ মার্চ সকাল সাড়ে ৮টায় সকালের নাস্তা শেষে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য্য ঘুরে দেখেন আনন্দ ভ্রমণে অংশগ্রহণকারীরা। দুপুর ৩টায় কেনাকাটা এবং রাত সাড়ে ৮টায় রাতের খাবার পরে নিয়মিত ভিন্নধর্মী আয়োজন র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সবশেষে ১৩ মার্চ সকাল সাড়ে ১০টায় চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করে রাত ১১ টায় এসে চাঁদপুরে পৌঁছায় সংগঠনের সদস্য ও পরিবারের সদস্যরা।
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক কাদের পলাশ বলেন, প্রায় দুই বছর পর চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ ভ্রমণ সম্পন্ন করলো। আনন্দ ভ্রমণ সুন্দরভাবে সফল ও সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করেন তারা। আনন্দ ভ্রমণ সফল করতে যারা সহযোগিতা, পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে পাশে ছিলেন প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ। আনন্দ ভ্রমণ উদযাপন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ রানা ও সদস্য সচিব রফিকুল ইসলাম বাবুকেও ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।
আনন্দ ভ্রমণে টেলিভিশন সাংবাদিক ফোরামের ১৫জন সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে রয়েছেন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সহ-সভাপতি মুনওয়ার কানন, সাধারণ সম্পাদক কাদের পলাশ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, প্রচার ও দপ্তর সম্পাদক ওয়াদুদ রানা, কার্য নির্বাহী পরিষদের সদস্য গোলাম কিবরিয়া জীবন, শরীফ চৌধুরী, ফারুক আহমেদ, আবদুল আউয়াল রুবেল, লক্ষণ চন্দ্র সুত্রধর ও সদস্য আলম পলাশ, জিএম শাহীন, নেয়ামত হোসেন ও খুরশিদ আলম।