স্টাফ রিপোর্টার : দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরীর উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার ৩ নং কল্যাণপুর ইউনিয়নে নিজ বাড়ীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কল্যাণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সার্বিক তও্বাবাধয়নে আয়োজিত উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠান পূর্বে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, এখন আমাদের একমাত্র দাবী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। আন্দোলনের মাধ্যমে এ জালিম সরকারকে বিদায় করে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন,বিএনপি এদেশের বৃহৎ রাজনৈতিক দল, এই দলে ১টি পদে নেতৃত্ব দেওয়ার একাধিক ব্যক্তি রয়েছে। অতএব জিয়ার আর্দশের সৈনিকদের নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয়। তিনি বলেন, আমাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। বিএনপি এক ও অভিন্ন। আমাদের লক্ষ্য বেগম খালেদা জিয়ার মুক্তি। অতএব দাবি একটাই নিঃশর্ত মুক্তি চাই দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, ঢাকা বারের আইনজীবী বিএনপি নেতা আশ্রাফুল ইসলাম, চাঁদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কামরুজাম্মান হাসানাত, বিএনপি নেতা মানিক মাল, সেলিম মজুমদার, অ্যাড. জসিম মেহেদী, আশিকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মনির মিজি, জহিরুল ইসলাম, জিন্টু মাল, হাসেম রুশদী, ডা. সফিকুর রহমান, হারুন ভাট, মোজাম্মেল হোসেন মিজি, শাহাজাহান মাল, মফিজুল ইসলাম শোভন, কাকন খান, মজিবুর রহমান, আলমগীর হোসেন, মাসুদ পালোয়ান, যুবনেতা আবু আহমেদ,পাবেল খান, হাবিবুর রহমান মিঠু, মো. হানিফ, মহসীন তপাদার, বাবুল হোসেন, সাইফুল ইসলাম রনি, নূরে আলম মিয়াজী, সুমন পাটোয়ারী, ইয়াছিন গাজী, মনির মিয়াজী, শাহআলম প্রধানীয়া, ছাত্রনেতা মো. জনিসহ মতলব উত্তর, দক্ষিন, আশিকাটি, কল্যানপুর, শাহমাহামুদপুরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও মোস্তফা খান সফরী বাবা, শ্বশুর-শাশুড়ির জন্য দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. আবু ছায়েদ।