স্টাফ রিপোর্টার : চাঁদপুরে অভয়াশ্রমকালীন জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের দ্বিতীয় দফা বিজিএফের চাল খাদ্য সহায়তা হিসেবে বিতরণ শুরু হয়েছে। জেলার মতলব উত্তর, মতলব দক্ষিন, সদর ও হাইমচর উপজেলার নিবন্ধতি ৪৪ হাজার জেলের মাঝে এসব চাল বিতরণ করা হবে।
মঙ্গলবার (১৭ মে) সকালে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম। এ সময় সরকারি প্রতিনিধি সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মানছুর আহমেদ, ইউপি সদস্য মো. দুলাল বেপারী ও ইউনিয়ন পরিষদ সচিব সালামত উল্যাহ খান শাহিন উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান জানান, এই ইউনিয়নের ১৩শ’ ২৫ জন জেলের মধ্যে ৯শ’ জনকে দুই মাসের ৮০ কেজি করে চাল দেয়া হয়েছে। আজকে ১, ২ ও ৩নং ওয়ার্ডের জেলেদের মাঝে চাল বিতরণ হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক ওয়ার্ডের জেলেদেরকে দেয়া হবে।